রাত তখন নীরব, ঘড়ির কাঁটা বারোটা পেরিয়েছে। সারাদিনের ব্যস্ততা শেষে স্ত্রী ঠিক করলেন স্বামীকে চমকে দেবেন। তিনি ধীরে ধীরে নিজের নাইটি খুলে স্বামীর সামনে এসে দাঁড়ালেন। মুখে মিষ্টি হাসি, চোখে একধরনের খুনসুটি। ফিসফিস করে স্বামীকে জিজ্ঞেস করলেন,
“এবার কি করতে হবে জানো তো?”
স্বামী হঠাৎ চোখ বড় বড় করে তাকালেন। নির্বিকারভাবে উত্তর দিলেন—
“এত রাতে নাইটি কাচতে পারবো না!”