স্বামী-স্ত্রীর সন্তান-ভাগ

স্বামী-স্ত্রী আদালতে ডিভোর্সের আবেদন করেছেন।

বিচারকঃ তোমাদের ৩টি বাচ্চা আছে। কিভাবে তাদের ভাগ করবে?

স্বামী তার স্ত্রীর সাথে দীর্ঘ আলোচনা করেন এবং বিচারককে বলেন, "ঠিক আছে, স্যার আমরা আগামী বছর আরও ১টি বাচ্চা নিয়ে আসব"


ঘটনা এখানেই শেষ নয়...

৯ মাস পর তাদের ফের যমজ সন্তান হয়েছে।