সাধুবাবাকে এক মহিলা বলছেন, আমার স্বামী রোজ রাতে বাড়ি এসে আমাকে মারধর করে। এখন আমি কী করবো, বাবা?
সাধুবাবা- এই নে তাবিজ। এটা পাঁচদিন তোর
দাঁতে লাগিয়ে রাখবি। দেখবি সব ঠিক হয়ে গেছে।
পরের সপ্তাহে মহিলা সাধুবাবাকে, বাবা, আপনার
তাবিজে খুব ভালো কাজ হয়েছে। আমার স্বামী পাঁচদিন আমার গায়ে একদম হাত তোলেনি।
সাধুবাবা- এটা তাবিজের ফল নয়। এটা তোর মুখ বন্ধ রাখার ফল।