ও তোর বাবা-ই নয়


বল্টু বিয়ের উদ্যোগ নিয়েছে...!

বল্টুঃ বাবা আমার একজনকে পছন্দ হয়েছে।

বাবাঃ ওয়াও!  কে এই সৌভাগ্যবতী?

বল্টুঃ পম্পা, আমাদের পাশের বাসার হাবুল কাকার মেয়ে।

বাবাঃ উহ!  নোহ! আমি তোমাকে কিছু বলতে চাই কিন্তু প্রমিজ করো তোমার মাকে বলবে না।

বল্টুঃ ওকে প্রমিজ। 

বাবাঃ আসলে, পম্পা তোর বোন হয়।

বল্টু পম্পাকে ভুলে গেল। আবার আর ২ মাস পর...

বল্টুঃ বাবা, আমি প্রেমে পড়েছি। আর ওই মেয়েটা অনেক হ'ট।

বাবাঃ ওয়াও! এটাতো অনেক বড় খবর। তা কে সে? 

বল্টুঃ সম্পা, আমাদের পাশের বাসার পটলা কাকুর মেয়ে।

বাবাঃ ওহ! নো!  আবার? ব্যাটা এই সম্পাও তোমার বোন হয়।

এমন করে অনেকদিন চলে গেলো বল্টু তো পাগল হবার দ'শা, মেজাজ খারাপ করে কাঁদতে কাঁদতে মার কাছে গিয়ে বলল, মা এই পর্যন্ত ৬টা মেয়েকে সিলেক্ট করেছি কিন্তু বাবা বলছে ওই ছজনই নাকি আমার বোন।

মা মাথায় হাত বোলাতে বোলাতে, আহালে আহালে, আমার বাবা কাঁদে না সোনা। তুই যেকোনো মেয়ের সাথেই প্রেম কর। বাবার কথা শুনবি না– ও তোর বাবা-ই নয়!