এক হাড়কিপটে লোক সমুদ্রে স্নান করতে গিয়ে
ডুবে যেতে লাগলো। সে তখন প্রার্থনা করলো, আমি যদি বেঁচে যাই, তাহলে ১০০০জন গরিবকে
দুবেলা বিরিয়ানি খাওয়াব। তখনই বড় একটা স্রোত এসে তাকে সাগরতীরে ঠেলে দিল।
সে তখন উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, হাঃ হাঃ, কিসের বিরিয়ানি?
তখন হঠাত আরেকটা বড় ঢেউ এসে তাকে ফের ভাসিয়ে নিয়ে গল। তখন সে বলতে লাগল, আমি বলতে চাইছিলাম, কিসের বিরিয়ানি, চিকেন না মাটন?