জন্মকানার দৃষ্টিলাভ

জন্মকানা রতন উপরের ফ্ল্যাটের টিনা হউদির কাছে মিষ্টির প্যাকেট নিয়ে গেল। চিনা বউদি তখন বাথটবে স্নান করছিল। রতন কলিংবেল টিপতেই টিনা বউদি দরজার কাছে এসে দরজার ফুটোয় চোখ রেখে দেখলেন জন্মকানা রতন। টিনা বউদি ভাবলো রতন তো কানা। ওর কাছে খালি গায়ে দাঁড়ালেও ওর তো সেটা চোখে পড়বে না। ভেজা গায়ে দরজা খুলে দাঁড়ালো বউদি।

বলল- বলো রতন, কিছু বলবে?

রতন- মিষ্টির এই প্যাকেটটা বাবা তোমায় দিতে বলল।

বউদি- সো সুইট। কিন্তু কেন?

রতন- ঠাকুরের ইচ্ছায় এতদিন পর আমি দৃষ্টি ফিরে পেয়েছি। সব দেখতে পাচ্ছি অপারেশনের পর।