বউ মন্দিরের সামনে গাছে মনস্কামনা পূরণের
জন্য ঢিল বাঁধতে গিয়ে, খানিক কী ভেবে, ঢিল না বেঁধেই ফেরত এলো।
স্বামী জিজ্ঞেস করল, কি হলো, ঢিল বেঁধে ভগবানকে ডাকলে মনস্কামনা পূরণ হয়, বাঁধতে গিয়েও বাঁধলে না কেন?
বউ বলল, ঠাকুরের কাছে বলবো ভেবেছিলাম, আমার স্বামীকে ভালো রাখো। ওর সমস্ত কষ্টের কারণ সরিয়ে নাও। তারপর মনে হল, এসব শুনে ভগবান আমাকেই না তুলে নেয়। তাই ঢিল ফেলেই চলে এলাম।