প্রশ্নের ক্লু

দুই পাগল রাস্তার মোড়ে দাঁড়িয়ে কথা বলছে।

প্রথম পাগল দ্বিতীয় পাগলকে: বল্টু তুই যদি বলতে পারিস যে আমার ব্যাগে কি আছে, তাহলে এই ব্যাগের সব ডিম তোর। 

আর যদি তুই বলতে পারিস যে এই ব্যাগে কটা ডিম আছে তাহলে এই ব্যাগের ৮টা ডিমের ৮টাই তোর।

এবং তুই যদি বলতে পারিস এই ডিমগুলো কিসের, তাহলে এই ৮টা ডিমপাড়া মুরগিটাও তোর!


অনেক ভেবে দ্বিতীয় পাগল প্রথম পাগলকে বলল: ভাই কোনও ক্লু দেওয়া যাবে?