কেল্টুকে জিজ্ঞাসা করলাম কিরে দুর্গা পুজোয় তোর কী প্ল্যান?
কেল্টু বলল, আর বলো না দাদা, পুরো প্যাকড
প্রোগ্রাম।
ষষ্ঠীর দুপুরে কাকলি বউদি, সন্ধ্যাবেলায় রুমা
বউদি আর রাতে টুম্পা বউদি।
সপ্তমীর দুপুরে কাজল বউদি, রাত্রে চুনি বউদি।
অষ্টমীতে পলি বউদি আর চামেলি বউদি দুজনকে
একসঙ্গে।
নবমীর রাতে শুধু নিজের বউকে নিয়ে বেরবো।
আমি বললাম, সেকি রে, তোর তো হেবি ডিমান্ড?
কেল্টু- আর বোলো না। কেন যে টোটো কিনতে গেলাম, কে জানে...