এক ভদ্রলোক প্রথমবার মেয়ের শ্বশুরবাড়ি
গেছেন।
মেয়ের শ্বশুর- আপনি চা, না কফি খাবেন?
মেয়ের বাবা- না না, ওসব খাবো না।
মেয়ের শ্বশুর- তাহলে হুইস্কি দেবো?
মেয়ের বাবা- তা দিতে পারেন। কিন্তু জল দেবেন
না।
মেয়ের শ্বশুর- কেন?
মেয়ের বাবা- আমাদের বাড়ির নিয়ম, মেয়ের সন্তান না হওয়া পর্যন্ত মেয়ের শ্বশুরবাড়ির জলগ্রহণ করতে নেই।