ট্রেনে একটা খুব সুন্দরী বউ আর একদম হাবাগোবা
তার স্বামীকে দেখে বেশ অবাক হয়ে তাকিয়ে ছিলাম।
লোকটি ব্যাপারটি বুঝে আমাকে জিজ্ঞাসা করলো, কী ভাবছেন আমি সরকারি চাকরি করি? তাই সুন্দরী বউ পেয়েছি? না।
আমার আমার অনেক টাকা আছে? তাও নয়।
আমার বউ একদম গরীব ঘরের মেয়ে? একেবারেই নয়।
ডিভোর্সী? তাও নয।
আমি বললাম, তবে কোন কোম্পানিপ ধূপকাঠি দেখাতেন ঠাকুরের কাছে যে এত সুন্দরী বউ পেলেন?
লোকটি বলল, ওসব ধূপকাঠির কেরামতি নয়। আসলে আমার বউ আমার পাড়ারই মেয়ে। ও কিভাবে জেনে গিয়েছিল যে আমি রান্নাবান্না, বাসন-মাজা, কাপড়-কাচা, ঘর-মোছা, ঘরের যাবতীয় কাজই করতে পারি।